মুহাম্মদ
গিয়াস উদ্দিন
কক্সবাজারের
কুতুবদিয়ায় সাগরের কুমিরা ছড়া থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে
পুলিশ। পুলিশ জানিয়েছেন, কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের অদূরে সাগরের কুমিরার ছড়া
পয়েন্টে গতকাল রবিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে ভাসমান
অবস্থায় এক যুবকের লাশ দেখতে
পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বিকাল ৪টার দিকে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে
প্রেরণ করেছেন। কুতুবদিয়া থানার ওসি জহির ইসলাম সাগরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের
সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ সনাক্তের চেষ্টা চলছে।