সংবাদ দাতা
ঝড়ো হাওয়ার কবলে পড়ে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপের
বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ডুবে বিধ্বস্থের খবর পাওয়া গেছে। ২৯ জুন বিকালে
সেন্টমার্টিনদ্বীপের পশ্চিম পাড়ার আজম আলীর একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ শিকার
করে ফেরার
পথে শীলেরবান নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেন্টমার্টিন ইউনিয়নের
চেয়ারম্যান নুরুল আমিন ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করেন। বিধ্বস্থ ট্রলারে ৬ জন
মাঝিমাল্লা ছিলেন। তারা সাঁতরিয়ে তীরে ফিরেছে বলে জানা গেছে। মৌসুমী বায়ুর
সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় মেঘমালার
সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা
এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে কক্সবাজার
সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া
পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ নৌ
পথে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার থাকায় কক্সবাজার নৌ রুটে এক নম্বর
সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নদীতে সাবধানে নৌ চলাচল
করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।