জাফর আলম
প্রবল বর্ষণে পাহাড়ী ঢলের পানিতে হ্নীলা-হোয়াইক্যংয়ের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে
ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হলেও গতকাল বিকাল হতে পানি নেমে যাওয়ায় জন-জীবন স্বাভাবিক
হতে শুরু করেছে।
সরেজমিনে দেখাযায়-৩০জুন বিকালের দিক হতে বৃষ্টিপাত
কমে আসায় এবং নদীতে মরা কাটালের প্রভাবে জোয়ারের পানি কম থাকায় হ্নীলা ইউনিয়নের
দমদমিয়া, জাদিমোরা, নয়াপাড়া, লেদা, আলীখালী, রঙ্গিখালী, উলুচামরী, লেচুয়াপ্রাং, পশ্চিম পানখালী, পশ্চিম সিকদারপাড়া, খন্দাকাটা, মরিচ্যাঘোনা, রোজারঘোনা, হোয়াইক্যং ইউনিয়নের
কেরুনতলী, ঘিলাতলী, কাটাখালী, উলুবনিয়া,মনিরঘোনা, বালুখালী, দৈইংগ্যাকাটা, আমতলী,তেচ্ছিব্রীজ ,রইক্যং,পুটিবনিয়া, লম্বাবিল, লাতুরীখোলা, জোয়ারীখোলা, তুলাতলী, আমতলী, কুতুবদিয়াপাড়া, করাচিপাড়া, কাঞ্জরপাড়া, বটতলী নয়াপাড়া, ঝিমংখালী, মিনাবাজার, পশ্চিম সাতঘরিয়া পাড়া, পশ্চিম মহেশখালীয়া পাড়া, কম্বনিয়া পাড়া, রোজারঘোনার নিম্মাঞ্চল প্লাবিত
হয়ে জন-জীবন বিপর্যস্থ করে তুলে। গতকাল বিকাল হতে বৃষ্টিপাত কমে আসায় জমে থাকা
পানি নেমে যেতে শুরু করে। এরফলে জন-জীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে।