বার্তাপরিবেশক:
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগামী ৬ জুলাই চকরিয়ায় শুভ আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক এম নুরুদ্দোজা জনির সভাপতিত্বে দলীয় কার্যলয়ে গত ২৮ জুন শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন পুতু, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, নাজেম উদ্দিন আলম, লিয়াকত আলী, সাহাব উদ্দিন লাল্টু, স্বেচ্ছাসেবকদল নেতা মাষ্টার নুরুল ইসলাম বাবুল, জসিম উদ্দিন, কপিল উদ্দিন, রাফায়েল, মনছুর আলম মিন্টু, ডা: ফরিদুল আলম কিরণ, ছৈয়দ আলম, সাহেদুল আলম, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন, সরওয়ার আলম, এনামুল হক, শওকত ওসমান মানিক, নুরুল আমিন, জসিম উদ্দিন, ইলিয়াছ, সরওয়ার, দিদারুল ইসলাম প্রমুখ। সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতি মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের কারামুক্তির পরবর্তী সময়ের আগামী ৬ জুলাই চকরিয়ায় শুভ আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ও প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভাসহ ব্যাপক ভাবে গণসংবর্ধনা সভায় যোগদানের সিদ্ধান্ত গৃহিত হয়।