কক্সবাজারবাণী ডেস্ক: বুধবারের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দলীয় প্রার্থীদের প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ। একই সঙ্গে বুধবার বিকেল ৩টার দিকে বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্ক বাসভবনে উপস্থিত থাকতেও প্রার্থীদের বলা হয়েছে। দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির এক শীর্ষনেতা এরশাদের পক্ষ থেকে প্রার্থীদের ফোন করে মনোনয়নপত্র পত্যাহার করে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে যেতে বলেছেন। সূত্র জানায়, একতরফা নির্বাচন বর্জনের যে ঘোষণা এরশাদ দিয়েছেন তাতে তিনি অনড় রয়েছেন। তাছাড়া তৃণমূলে দলের নেতাকর্মীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সরকারের তরফ থেকে নানাভাবে এরশাদকে নির্বাচনমুখী করার চেষ্টা করা হলেও এ ব্যাপারে এখন পর্যন্ত তাকে রাজি করানো সম্ভব হয়নি বলে জাপা সূত্র দাবি করেছে। জয়পুরহাট থেকে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া এক কেন্দ্রীয় নেতা আরটিএনএন- কে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেলে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আমাকে ফোন করে মনোনয়নপত্র প্রত্যাহারে স্যারের নির্দেশের কথা জানান।’
এক প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, ‘প্রেসিডেন্ট পার্কে উপস্থিত হতে ঢাকা ও এর আশপাশের জেলার প্রার্থীদের জন্য বাধ্যবাধকতা রয়েছে। অবরোধের কারণে আমরা যেতে পারব না, তা জানিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় এবং সব দল নির্বাচনে অংশ না নেয়ায় জাতীয় পার্টিও বর্তমান তফসিলে নির্বাচনে অংশ নেবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন