মোঃ ইউনুছ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি গ্রামে বন্য হাতির আক্রমনে ১ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। নিহত ব্যক্তি মৃত মখলেছুর রহমানের ছেলে মোঃ হোছেন (৬০)।
প্রাপ্ত জানা যায়, শুক্রবার এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি আসার সময় পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির দলের সামনে পড়লে এদের আক্রমনে মোঃ হোছেন ঘটনাস্থলেই মারা যায়। দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দু রশিদ জানান, নিহতের ২ ছেলে ১ মেয়ে নিয়ে তার স্ত্রী অসহায় অবস্থায় দিন যাপন করছেন।