ডেস্ক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার গণতন্ত্র হত্যা ও দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে তেমনি ভিন্নমতের
সংবাদমাধ্যম বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ‘দেশে বর্তমানে গণতন্ত্রের আবরণে বাকশালী শাসন চলছে। এটাকে দীর্ঘায়িত করার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা অর্জনে এবং মিডিয়া বন্ধের প্রতিবাদে আন্দোলন ও আলোচনা সভা করা খুবই দুঃখজনক। সরকার গণতান্ত্রিক ধারা ভেঙে মিছিল-সভা বন্ধ করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। সরকারের এই নীল নকশাকে কোনভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা পরাজিত হবে এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিতি ছিলেন, অধ্যাপক ড. আবু আহাম্মেদ, ড. দেওয়ান সাজ্জাদ, অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, ড. শাহরিয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।