কক্সবাজার পৌরসভার সড়ক ও ড্রেনের বেহাল দশা

নুরুল আমিন হেলালী
ভৌগলিক, বাণিজ্যিক ও প্রাকৃতিকর নৈসর্গের সৌন্দর্যের লীলাভূমি হিসেবে কক্সবাজার একটি অতিগুরুত্বপূর্ণ পৌরসভা। আধুনিক পৌরসভা হিসেবে অনেকে স্বপ্নদ্রষ্টা হলেও বেশিরভাগ ক্ষেত্রে এসব স্বপ্ন ভিত্তিহীন। কারণ হিসেবে পৌরসভার নাকের ডগায় অবস্থিত থানার পিছন রোড ও কেন্দ্রিয় জামে মসজিদ রোডটি দেখলেই বোঝা যায় এটি কতখানি আধুনিক।
দীর্ঘদিন ধরে ইট শুরকি উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়া লক্কর-ঝক্কর এসব সড়ক কক্সবাজার পৌরসভার বেহাল দশার প্রাথমিক চিহ্ন। এর চেয়ে আরো কতো বেশি দৃশ্য বিরাজমান রয়েছে তা চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নই। যেমনটি না বললে নয় সদর হাসপাতাল সংলগ্ন ব্যস্ততম সড়কটির কথা। সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগের অন্যতম এই সকটি দীর্ঘদিন ধরে বেহার অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি খন্ড খন্ড ভেঙ্গে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়লেও পৌর কর্তৃপক্ষের দায়িত্ব-জ্ঞানহীন মনোভাবের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার অধিকাংশ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা। পৌরসভার প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলির ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় নোংরা পানি ও ময়লা রাস্তার উপর গিয়ে গড়াচ্ছে। ফলে বৃষ্টি হলেই কাদাযুক্ত পানি ও ময়লার দূর্গন্ধে পথচারি ও যাত্রীদের প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খোলা অবস্থায় রাখা ময়লা আবর্জনাগুলো মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। ফলে পথচারি ও যান চলাচলে বিঘœ ঘটছে। এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য ভাঙ্গা সড়ক সংস্কার ও নিয়মিত ড্রেনেজ ব্যবস্থা পরিস্কার করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন