প্রবল বর্ষণে টেকনাফে জরাজীর্ণ,বেড়িবাঁধ ভেঙ্গে চুরমার হয়ে পড়েছে : জনমনে নেমে এসেছে চরম দুর্ভোগ

আবুল কালাম আজাদ/নজরুল ইসলাম
কক্সবাজার জেলার অতি গুরুত্বপূর্ণ পর্যটন সীমান্ত ও বাণিজ্যিক উপজেলা টেকনাফে গত কয়েকদিনের প্রবল বর্ষণে যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে জনমনে নেমে এসেছে চরম দুর্ভোগ। টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩ হতে ৪ লক্ষ লোকের বসবাস।
এখানে জনগণের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে সড়ক ও পায়ে চলা। নেই নৌপথ, রেলপথ ও বিমানপথ। পৌরসভা ও ইউনিয়নসমূহে দু-তৃতীয়াংশ কাঁচা রাস্তা একভাগ ফাকা ব্রিক সলিন সড়ক থাকলেও তা জরাজীর্ণ খানাখন্দকে পরিণত হয়ে যান চলাচলে অকার্যকর হয়ে পড়েছে। বর্ষা মৌসুম পুরাপুরি শুরু না হওয়ার আগেই এগুলো মেরামত করা না হলে বর্ষা শুরু হলে এলাকাবাসী দুর্ভোগ নাভিশ্বাস উঠবে। ফলে বর্ষা শুরু হওয়ার আগেই প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত করার জন্য স্থানীয় সাংসদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন