শাহ কামাল
উখিয়া উপজেলার কুতুপালং রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে ২ রোহিঙ্গা মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী রাকিব উল্লাহ সাংবাদিকদের জানান, অভাবের তাড়নায় বস্তির বাসিন্দা ই ব্লকের আয়েশা বেগম (৩৬) ও শফিকা বেগম (৩৫) উভয়ে ৩ সন্তানের জননী। শফিকা বেগমের স্বামী আব্দুল্লাহ একজন মানষিক রোগী ও আয়েশা বেগম বিধবা অবস্থায় মানবেতর দিনযাপন করলেও তাদের আয়ের পথ ছিলনা বিধায় দীর্ঘদিন অভাব অনটনে দূর্বিসহ জীবনযাপনের এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে তারা মারা যায় বলে বস্তির অধিকাংশ রোহিঙ্গা স্বীকার করেছে। কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার ফিরোজ সালা উদ্দিন সাংবাদিকদের বলেন, অবৈধ রোহিঙ্গা বস্তি তাদের নিয়ন্ত্রণে না হলেও ওই ২জন মহিলা কীভাবে মারা গেছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।
শাহ কামাল,উখিয়া
উখিয়া উপজেলার কুতুপালং রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে ২ রোহিঙ্গা মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে। আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী রাকিব উল্লাহ সাংবাদিকদের জানান, অভাবের তাড়নায় বস্তির বাসিন্দা ই ব্লকের আয়েশা বেগম (৩৬) ও শফিকা বেগম (৩৫) উভয়ে ৩ সন্তানের জননী। শফিকা বেগমের স্বামী আব্দুল্লাহ একজন মানষিক রোগী ও আয়েশা বেগম বিধবা অবস্থায় মানবেতর দিনযাপন করলেও তাদের আয়ের পথ ছিলনা বিধায় দীর্ঘদিন অভাব অনটনে দূর্বিসহ জীবনযাপনের এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে তারা মারা যায় বলে বস্তির অধিকাংশ রোহিঙ্গা স্বীকার করেছে। কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার ফিরোজ সালা উদ্দিন সাংবাদিকদের বলেন, অবৈধ রোহিঙ্গা বস্তি তাদের নিয়ন্ত্রণে না হলেও ওই ২জন মহিলা কীভাবে মারা গেছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।