কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

নিউ ইয়র্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই। মঙ্গলবার কাদের মোল্লার জন্য শেখ হাসিনাকে চিঠি পাঠানোর তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জাতিসংঘের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। নাভি পিল্লাই কাদের মোল্লাকে একজন রাজনীতিক হিসেবে উল্লেখ করে তাকে এখনি ফাঁসিতে না ঝোলানোর অনুরোধ করেছেন। এর আগে কাদের মোল্লাকে মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হবে বলে তার দল জামায়াতে ইসলামীর আশঙ্কা প্রকাশের মধ্যে সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বাধীন দুই বিশেষজ্ঞ এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কাদের মোল্লা ন্যায়বিচার পাননি অভিযোগ তুলে গাব্রিয়েলা নাউল ও ক্রিস্টফ হেইন্স এই বিবৃতি দেন।

এদিকে কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রক্রিয়া সম্পন্ন করলেও কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে এর কার্যকারিতা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিতের আদেশে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।



জাতিসংঘের প্রেস রিলিজ

UN rights chief makes last-minute appeal to halt execution of Bangladeshi politician

United Nations High Commissioner for Human Rights Navi Pillay today called for an eleventh-hour stay of execution for Abdul Quader Mollah, a Bangladeshi politician convicted of war crimes in a trial that did not meet international standards for imposition of the death penalty.

The Office of the High Commissioner (OHCHR) has written to Prime Minister Sheikh Hasina of Bangladesh in a last-minute appeal to halt the execution, which was scheduled to take place later today, but has reportedly been postponed until at least Wednesday.

Mr. Mollah was condemned to life imprisonment by the Bangladesh International Crimes Tribunal, a special domestic court with the jurisdiction and competence to try and punish any person accused of committing atrocities, including genocide, war crimes and crimes against humanity, in Bangladesh, including during the country’s 1971 independence war.
After the Prosecution appealed the Tribunal’s decision to sentence him to life imprisonment, the country’s Supreme Court sentenced Mr. Mollah to death on 17 September – a ruling that cannot be appealed.

In a statement last month, the High Commissioner urged the Bangladeshi Government not to proceed with the death penalty in cases before the International Crimes Tribunal, particularly given concerns about the fairness of the trials.

“The United Nations opposes the imposition of the death penalty under any circumstance, even for the most serious international crimes,” stated a news release from her office.
Two UN Special Rapporteurs, on the independence of judges and lawyers and on summary executions, have also called for the execution to be stayed, amid concerns that Mr. Mollah did not receive a fair trial.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন