রামু প্রতিনিধি: রামুতে ঈদগড়ে সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে দুস্কৃতিকারীর কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ৬২ বছরের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাছনা কাটা এলাকার কবির আহাম্মদের স্ত্রী লায়লা বেগম ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তার খামার
বাড়ীর উঠানে বের হলে উৎপেতে থাকা দৃস্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা লায়লা বেগমের মৃত্যু ঘটে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো বলেন, লায়লা বেগম ডাকাতের গুলিতে নাকি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তবে এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ কিছু নিরীহ মানুষকে মামলায় জড়ানোর পাঁয়তারা শুরু করেছে।
রামু থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজা নাহা বলেন, জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হয় লায়লা বেগম। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন