টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দালালের গুলিতে দুই উপ পরিদর্শকসহ (এসআই) পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হত্যা মামলা ও মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করার জের ধরে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। রোববার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি হত্যা মামলা ও ২টি মানবপাচার মামলার আসামি টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ ফয়েজকে (২৮) গ্রেফতার করা হয়েছে। এতে গুলিবিদ্ধ টেকনাফ থানার এসআই নুরুন্নবী, এসআই নয়ন বড়–য়া, পুলিশ কনস্টেবল আফজালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, মালয়েশিয়ায় মানবপাচারের খবর পেয়ে পুলিশ কাটাবনিয়া এলাকায় অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্যান্যরা পালিয়ে গেলেও একটি হত্যা মামলা ও ২টি মানবপাচার মামলার পলাতক আসামি মোহাম্মদ ফয়েজকে গ্রেফতার করে পুলিশ। এসময় ফয়েজ তার হাতে থাকা একটি লোহার রড় দিয়ে পুলিশকে আঘাত করে। পরে আসামি নিয়ে ফেরার পথে পাচারকারী অন্যান্য দালালরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। এর আগে মানবপাচার সংক্রান্ত বাংলানিউজের ধারাবাহিক প্রতিবেদনে অভিযুক্ত ওই পাচারকারীর নাম উল্লেখ ছিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন