রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর জেটির রাস্তার মাথা এলাকায় মিনিবাস চাপায় মো. সেলিম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ননামিয়া পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের কক্সবাজার সদর ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সেলিম বেকারি সামগ্রী নিয়ে ভ্যানগাড়িতে রামু থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে রশিদনগর জেটির রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক সেলিম গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন