‘সরকার অলোচনার পরিবেশ তৈরি করলে বিএনপি সাড়া দেবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বলেছেন , বিএনপি সব সময়ই আলোচনার পক্ষে। সরকার আলোচনা পরিবেশ তৈরি করলে এতে বিএনপি সাড়া দেবে। সোমবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুবিন বলেন, আমরা কূটনীতিকদের দাওয়াত দিয়েছিলাম। তারা এসেছেন। দেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে তুলে ধরা হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, শফিক রেহমান।

অপরদিকে, বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্টদূত ড্যান মজিনা, ইউরোপিয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা। এছাড়া, কানাডা, জার্মান, ব্রাজিল, ইটালি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্পেন, শ্রীলংকা, সিঙ্গাপুর, ভ্যাটিকান, অস্ট্রেলিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়ায়, ইন্দোনেশিয়া ও নেদাল্যান্ডের পক্ষে এ দেশগুলোর হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও রাষ্টদূতরা এবং ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারি, পাকিস্তানের প্রেস সেক্রেটারি বৈঠকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন