উখিয়ায় ২ পাচারকারী সহ কাঠভর্তি জীপ আটক

এম বশর চৌধুরী 
উখিয়ার পাইন্যাশিয়া চাককাটা এলাকা থেকে মাদার গর্জন গাছ কেটে পাচারের প্রস্তুতি কালে কাঠ ভর্তি জীপ ও ২পাচারকারীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাত ৩ টায় বন বিভাগ পুলিশের সহায়তা এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, মধ্যম পাইন্যাশিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ ছৈয়দ আলম (৪৫), পশ্চিম রতœা গ্রামের বিরেন্দ্র দাসের ছেলে ঝন্টু দাস (৩৮)।
এ ঘটনায় ইনানী বিট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এলাহী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইনানী রেঞ্জ কর্মকর্তা সুনিল কুমার দেবরায় জানান, রূপপতি গ্রামের মৃত রশিদ আহম্মদের ছেলে আবুল কালাম সহ একদল বন দস্যু ইনানী রেঞ্জের আওতাধীন মাদার গর্জন সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে দীর্ঘ দিন ধরে পাচার করে আসছে। স্থানীয়রা জানিয়েছেন, মাদার গর্জন কাটার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে রহস্য জনক কারণে মামলার আসামী করেনি বন বিভাগ। অভিযোগ উঠেছে উখিয়া রেঞ্জের এসি.এফ সহ কতিপয় বন কর্মকর্তাদের যোগ সাজসে বন দস্যুরা দীর্ঘ দিন ধরে গাছ কেটে স্থাণীয় স-মিলে চিরাই করে পাচার করে আসছিল। উখিয়ার এসি এফ জি এম মোঃ কবির উখিয়ায় যোগদানের পর থেকে উখিয়ার টাইপালং, রতœাপালং, খেওয়াছড়ি, কতুপালং, সোনাইছড়ি সহ বিভিন্ন এলাকায় অন্তত ২২টি অবৈধ করাত কল চালু রেখেছে বন দস্যুরা। তিনি নিজেকে সাধু দাবী করে এসব দেখে ও না দেখার ভান করার অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন