বরইতলীতে ৭মাস পর মারামারির ঘটনায় নিহত নারীর লাশ উত্তোলন

এম. রায়হান চৌধুরী
চকরিয়া বরইতলীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৭মাস পর কবর থেকে শামসুন্নাহার বেগম (৬০) নামের এক নারীর লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন’র নেতৃত্বে এ লাশ উত্তোলন করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬জানুয়ারি’১২ইং উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলেজারপাড়ার জনৈক কলিমুল্লাহর পুত্র গিয়াস উদ্দিনগংদের সাথে একই এলাকার শাহাব উদ্দিনের সাথে গরু ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গিয়াস উদ্দিনের মা শামসুন্নাহার বেগম (৬০) গুরুতর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কলিমুল্লাহর পুত্র বাদী হয়ে চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (৮) দায়ের করেন। মামলা চলাকালীণ ৯অক্টোবর’১২ইং তারিখে চিকিৎসাধীন অবস্থায় আহত শামসুুন্নাহার বেগম মারা যায়। পরে মামলার বাদী সংঘর্ষের ঘটনায় তার মা নিহত হয়েছে দাবি করে আদালতে একটি অভিযোগ দায়ের করলে অবশেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দীর্ঘ ৭মাস পর ময়না তদন্তের জন্য কবর থেকে ওই নারীর লাশ উত্তোলন করার নির্দেশ প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন