নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার গোয়েন্দা পুলিশের হাতে আটক কুখ্যাত ডাকাত ছৈয়দ নূরকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন রাজনৈতিক পরিচয়ী কিছু দালাল চক্রের দৌঁড়ঝাঁপ পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার ছৈয়দ নূর ডাকাতকে শহরের পালংকি হোটেল থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দিনভর কক্সবাজার থানা ও ডিবি কার্যালয়ে এ দৃশ্য দেখা গেছে।
ফলে কৌতুহলী প্রত্যক্ষদর্শীরা বলাবলি করছেন ছৈয়দ নূর হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ডজন ডজন মামলার আসামি হওয়া সত্ত্বেও কেন, কিসের লোভে দালাল চক্র তাকে ছাড়িয়ে নিতে দৌঁড়ঝাঁপ দিচ্ছে বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ উক্ত ছৈয়দ নূরই কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। জায়গা-জমি দখল-বেদখল, খুন-খারাবি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই সে করে না। তার কারণে রীতিমত কক্সবাজারের হাজারও জনগণ তটস্থ। ইতোপূর্বেও সে বহুবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পায়। ওয়াকিবহাল সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের বাঘাবাঘা কিছু সন্ত্রাসী গডফাদার ছৈয়দ নূরকে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। মূলত তারাই তাকে ছাড়িয়ে নিতে দৌঁড়ঝাঁপ দেওয়ার বিষয়টি স্থানীয় জনগণের উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করলেও শুক্রবার পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ছেড়ে না দেওয়ায় সচেতন জনগন স্বস্তি প্রকাশ করছে। এখন তাদের একমাত্র দাবি ছৈয়দ নূর যেন আদালত থেকে আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে আসতে না পারে। একই সাথে সচেতন জনগণ কক্সবাজার পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন, ছৈয়দ নূরকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে প্রচুর অস্ত্র-শস্ত্রসহ আরো কিছু বাঘা বাঘা সন্ত্রাসী ও গডফাদারদের নাম বেরিয়ে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন