রোহিঙ্গদের ফেরত পাঠাতে সংসদীয় কামিটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
পটিয়া ও টেকনাফে আটকেপড়া মিয়ানমার শরণার্থী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বলেছে কমিটি। 

রোববার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠক এ সুপারিশ করা হয়। 
কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, ইমরান আহমদ, হোসেন মকবুল শাহরিয়ার, নসরুল হামিদ, বেগম নাজমা আক্তার এবং সাইফুজ্জামান চৌধুরী।  
বৈঠকে টেকনাফের শরণার্থী শিবির পরিদর্শনের জন্য সাইফুজ্জামান চৌধুরী আহবায়ক করে ৪ (চার) সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্য সদস্যরা হলেন- এ.এম মাহবুব উদ্দিন খোকন, নাজমা আক্তার এবং জাহিদ মালেক ।
কমিটি বিভিন্ন দেশে আটকে পড়া দু:স্থ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। 
উল্লেখ্য,  ৯০এর দশক থেকে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা প্রায় ৫ লাখ। ১৯৯১ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার ৮৭৭ জন। ২০০৫ সাল পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার শরণার্থীর প্রত্যাবসন সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন