টেকনাফে মিয়ানমার নাগরিক আটক : মদ বিয়ার ক্যারেন্ট জাল ও মোটা তাজা করন ট্যাবলেটসহ নৌকা জব্দ

সাইফুল ইসলাম চৌধুরী, টেকনাফ
টেকনাফ সীমান্ত দিয়ে চোরাই পথে অনুপ্রবেশ কালে মদ, বিয়ার, ক্যারেন্ট জাল ও মোটা তাজা করন ট্যাবলেটসহ নৌকা জব্দ করেছে বিজিবি। এ সময় মিয়ানমার মংডু ডেইলপাড়া এলাকার মোঃ সুলেমানের ছেলে মোঃ আব্দু শুক্কুর(৩০) নামক একজনকে আটক করা হয়।
১ জুন শনিবার ভোরে টেকনাফ বিওপি বিজিবির হাবিলদার লুৎফরের নেতৃত্বে গোপন সংবাদে নাফনদীর আড়াই নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৮৪০ ক্যান সান ক্লাসিক বিয়ার, ৩৬ বোতল মিয়ানমার মদ, ৯৮ লিটার চোলাই মদ, ১৮ কেজি ক্যারেন্ট জাল, ১০ হাজার পিচ লাল ও সাদা রংএর মিয়ানমার মোটাতাজা করন ট্যাবলেটসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলও মিয়ানমারের উক্ত নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদক, ক্যারেন্ট জাল ও ট্যাবলেটের মূল্য ৩ লাখ ৯২ হাজার ৪শ টাকা বলে জানায় বিজিবি। সকালে মাদকসহ আটক মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করে পাচারের সাথে জড়িত টেকনাফ নাজিরপাড়া এলাকার মৃত হাসিমের ছেলে মোঃ রফিককে পলাতক আসামী করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় টেকনাফস্থ ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন