এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে

বেঙ্গলিনিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা। আমরা তা করতে পেরেছি। এ সরকারের আমলেই কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে বলেও আশা করছি।’

শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ও ১৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে।’

বিরোধীদলীয় নেতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা যেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ করেছিলাম, সেখানে উনি তার ছেলেকে দিয়ে গ্রেনেড হামলা করেছেন। সেই হামলায় আমরা আইভি রহমানসহ ২২ জনকে হারিয়েছি।’

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা ছেলেকে সঙ্গে নিয়ে দেশের টাকা পাচার করেছেন। আমরা তার এক ছেলের পাচার করা টাকা দেশে ফেরত নিয়ে এসেছি। আরেক ছেলের পাচার করা টাকাও ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘যারা ইসলামের হেফাজত করে তারা কীভাবে পবিত্র কোরআন শরিফে আগুন দিতে পারে। এই বিএনপিই হেফাজত ও জামায়াতকে সঙ্গে নিয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছে।’

তিনি বলেন, ‘৫ মে হেফাজতের মহাসমাবেশে তারা ছোট ছোট শিশুদের শাপলা চত্বরে বসিয়ে রেখেছিলেন। আমরা এই সব শিশুদের আঘাত না করে শাপলা চত্বর থেকে সরিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’