নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপনের লক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর মেয়র সরয়োর কামাল, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, কেন্দ্রিয় জামে মসজিদের খতিব,
মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের কমান্ডার মো. শাহজাহান, দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত হয় কেন্দ্রিয় ঈদগাঁহ মাঠে অতীতের মত এবছরও সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যথাযথ মর্যাদায় ঈদ উদ্যাপনের জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার, নালা-নর্দমা পরিস্কার, দর্শনীয় স্থানে ঈদ মোবারক সম্বলিত তোরণ, নিñিদ্র নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন