বিপুল ইয়াবা, মাদকদ্রব্য, কারেন্ট জাল, গাঁজাসহ ৪ জন আটক
আবুল কালাম আজাদ
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানেরা টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, মাদকদ্রব্য, কারেন্ট জাল, গাঁজাসহ ৪ জনকে আটক করেছে বলে বিজিবি সূত্রে জানায়।
তৎমধ্যে হ্নীলা বিওপি ৫৯৪০ পিচ ইয়াবা, হোয়াইক্যং চেকপোস্ট ৪ কেজি গাঁজাসহ ৪ ব্যক্তিকে আটক, টেকনাফ বিওপি ২২ কেজি কারেন্ট জাল, ২৩৭৫ পিচ ইস্টিমেটিল ট্যাবলেট, এটোটেস্ট ২৪ এমজি ৮৪৪০ পিচ, বাংলা মদ ২০ লিটার মোট মূল্য ২,৬১,০০০ টাকা। দমদমিয়া বিওপি ২,৯৪,২০০ টাকার কাঠসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করেন। গাঁজাসহ আটক ৪ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১ বৎসর করে সাজা দিয়েছেন। এরা হচ্ছেন- মোহাম্মদ রফিক (৩০), পিতা-নুরুল ইসলাম লেদা, বশির আহমদ (৩৫), পিতা-আজিজুল্লাহ লেঙ্গুর বিল, সন্তোষ শর্মা (৩০) ,পিতা-মৃত অমূল্য শর্মা জালিয়া পাড়া হ্নীলা, মোহাম্মদ আরকান (১৮), পিতা- জামাল হোছাইন লেঙ্গুর বিল টেকনাফ, কক্সবাজার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন