আবুল কালাম আজাদ
টেকনাফের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ২১ টি বসতবাড়ি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দৈনিক কক্সবাজারবাণীতে টেকনাফের পাহাড় চূড়ায় সাড়ে ৪ হাজার বাড়িঘর সংবাদ প্রকাশ হলে বনবিভাগ ও প্রশাসন এ অভিযান চালায়।
জানা গেছে, প্রকাশিত সংবাদটি পড়ে তাৎক্ষণিকভাবে ১১ জুন সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহেদ উদ্দিনের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বনবিটের আওতাধীন নয়াপাড়ায় বনবিভাগের উপর নির্মিত ২১টি রোহিঙ্গাদের নির্মিত বাড়ি ভেঙ্গে দেয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও টেকনাফ রেঞ্জ অফিসার মীর আহমদ, বিজিবি’র দমদমিয়া চেকপোস্টের কোম্পানী কমান্ডার নুরুল আমিন ও টেকনাফ থানার পুলিশ ফোর্স অংশ নেয়।
সূত্র জানায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে প্রশাসনের তাৎক্ষণিক এই অভিযানকে সচেতন মহল সাধুবাদ জানালেও সেখানে অবৈধভাবে অবস্থানরত অন্যান্য বাড়িঘর মালিকরা আতংকিত হয়ে পড়েন। এ ব্যাপারে টেকনাফ রেঞ্জ অফিসার মীর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে। কেউই বনবিভাগের জমির উপর বসবাস করতে পারবে না। তিনি এ ব্যাপারে সকল স্তরের প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন