এমপি বদির ঐকান্তিক প্রচেষ্টার আরেকটি সফলতা
নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে টেকনাফে নির্মিত হচ্ছে পল্লী বিদ্যুতের ৫ কেবি সাব-স্টেশন। এমপি আবদুর রহমান বদির ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় লেদা এলাকায় উক্ত সাব-স্টেশনটি নির্মাণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। সংশ্লিষ্ট অভিজ্ঞরা মনে করেন, বিদ্যুতের উক্ত সাব-স্টেশনটি স্থাপিত হওয়ার পর অন্তত আগামি ২০ বছর পর্যন্ত এই এলাকায় বিদ্যুতের
কোন ঘাটতি থাকবে না। এতে করে উপজেলাবাসির দৈনিক বিদ্যুৎ চাহিদা লাঘবের পাশাপাশি উপকৃত হবেন কৃষক সমাজ। কৃষি কাজে সেচ যন্ত্র বিদ্যুতের অভাবে আর থাকবে না বন্ধ।
এমপি বদি জানান, উক্ত সাব-স্টেশনের সুফল আগামি ২/৩ মাসের মধ্যে পাবে জনগণ। নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা ছিল এই এলাকায় বিদ্যুতের ভোগান্তি লাঘবের। মাননীয় প্রধানমন্ত্রী টেকনাফবাসির জন্য তা করে দিয়েছেন, তাই তিনি কৃতজ্ঞ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন