উখিয়া-টেকনাফে হলুদ সাংবাদিক আবদুল কুদ্দুস রানা অবাঞ্ছিত
বার্তা পরিবেশক: বৈধ ব্যবসায় সমৃদ্ধশালী হয়ে উঠা উখিয়া-টেকনাফের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুস্কৃতকারীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। একই সাথে চক্রটি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদকের জানমালের ব্যাপক ক্ষতির অপচেষ্টা চালাচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এজন্য কক্সবাজার শহরের গুটি কয়েক চাঁদাবাজ সাংবাদিক পরিচয়ী দুর্বৃত্ত একটি সাংবাদিক সংগঠনের নাম দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখাও করেছেন। তবে জেলা প্রশাসক বিষয়টি আইনগতভাবে দেখছেন বলে তাদেরকে কথা দিলেও অভিযোগ উঠেছে সাংবাদিক সংগঠনের নেতা পরিচয়ী ওই দুস্কৃত চক্র এমপি বদির সহায় সম্পদের অজুহাত তুলে নানা অপপ্রচারে মেতে উঠেছে।
এমপি বদি জানান, আমার যেসব সহায়-সম্পত্তি রয়েছে সবই বৈধ। একারণে সরকারকে প্রয়োজনীয় রাজস্বও দেয়া আছে। যা স্বচক্ষে আমার ইনকামটেক্স ফাইল দেখলে বুঝা যাবে। তিনি আরো জানান, আমার সম্পত্তি অবৈধ বলে যে আবদুল কুদ্দুস রানা চক্র অপপ্রচার চালাচ্ছে, উখিয়া-টেকনাফের সচেতন জনগণ ইতোমধ্যে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এমপি বদি বলেন, শীর্ষ একটি দৈনিকের প্রভাব বিস্তার করে আবদুল কুদ্দুস রানা দৈনিক কক্সবাজারবাণী ও আমার বিরুদ্ধে যা করে বেড়াচ্ছে, আশা করি প্রশাসন তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন