নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ থেকে আট হাজার চারশ ৮৩ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা না হলেও দুইজনকে পলাতক দেখিয়ে মামলা করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের আড়াই নং স্লুইচ গেইট
সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে ইয়াবার এ চালানটি উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জানান, অভিযানকালে পাচারকারীরা নাফ নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, পলাতক আসামিরা হলেন, টেকনাফের মধ্য নাজির পাড়ার মৃত আবুল হাসিমের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার আবু সিদ্দিকের ছেলে খোরশেদ আলম (৩২)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন