টেকনাফ প্রতিনিধি: উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির কারনে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ ও সাইট্যংখিল এলাকার মানুষ দীর্ঘ ৩ যুগ পর পল্লী বিদ্যূৎ এর আলোর মূখ দেখেছে । গতকাল ২৮ জুলাই দুপুর ১২টায় এই দুই গ্রামে নতুন বিদূৎ সংযোগ উদ্বোধন করেছে সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি । এতে উপস্থিত
ছিলেন-টেকনাফ পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার বলাই মিত্র, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, ইন্সপেক্টর আল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, ৫নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি এমদাত হোসেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক জাফর আলম, সমাজ সেবা মোঃ ছৈয়দ আলম প্রকাশ সোনা মিয়া,আইয়ুব খান,মোঃ তৈয়ুব মনু ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এতে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন- আপনারা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া, আমি আজ আপনাদের স্বপ্ন পূরণ করেছি আমার জন্য দোয়া করবেন। এছাড়া তিনি পৌরসভার ইন্জিনিয়রকে ডেকে সাইট্যংখিল এলাকার রাস্তার দু পার্শে গাইডওয়াল নির্মানের নির্দেশ দেন । এমপি আবদুর রহমান বদি বিদ্যূৎ উদ্বোধন করলে প্রতিটি ঘরে ঘরে আলো জলে উঠে । তখন থেকেই মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন