চকরিয়া প্রতিনিধি: পার্বত্য লামায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিষ প্রয়োগে কৃষকের একটি গাভীর মৃত্যু ও অপর একটিকে নিখোঁজ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বুধবার লামা থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. আবদুল বাতেন। অভিযোগে মৃত গাভীটির
স্থানীয় বাজারমূল্য ৪৫ হাজার এবং নিখোঁজটির মূল্য ৫৫ হাজার টাকা হবে বলে উল্লেখ করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আজিজনগর ইউনিয়নের উত্তরপাড়ার কৃষক মো. আবদুল বাতেনের সঙ্গে একই ইউনিয়নের হিমছড়িপাড়ার ছাবের আহামদের ছেলে মো. সোলেমান গংদের দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১১ জুলাই বাতেনের স্ত্রী তাদের ৯টি গরু বিরোধীয় জায়গায় চরাতে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষের মো. সোলেমান ক্ষিপ্ত হয়ে গরু চরাতে নিষেধ করেন এবং সেখানে গরু চরালে আর ফেরত যাবে না বলে হুমকি প্রদান করেন। পরে একইদিন সন্ধ্যায় তাদের ৯টি গরুর মধ্যে ৬টি ঘরে ফিরলেও অপর ৩টি গরু ফিরে যায়নি। পরদিন একটি গরুর বাছুর ঘরে ফিরে গেলেও বাকি দুটি গাভীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন