ডেস্ক রিপোর্ট : গত কদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি হলেও এবার বর্ষায় এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় ৫৮ শতাংশ কম। সময়মতো মৌসুমি বায়ু সক্রিয় না হওয়াই এর কারণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্ষার বাকি মৌসুমটাও এবার শুকনোই কাটবে বলেও জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক। অঝর ধারা নয়, কদিন পর পর
ঝিরঝিরে বৃষ্টি। এবারের বর্ষাটা যেন একটু বৃষ্টি বিমুখই।
মৌসুমের প্রথম আষাঢ়ের শুরু কাটফাটা গরমে। এক সপ্তাহ পর কদিন টানা বৃষ্টি হলেও পরে আবার বৃষ্টিবিহীনতা। শ্রাবনের শুরুটাও একই রকম। প্রথম দশদিন বৃষ্টির দেখা নাই। তবে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দুদিন ধরে একটু গুমড়োভাব আকাশের। হচ্ছে থেমে থেকে বৃষ্টিও।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছে এবার বর্ষায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে অর্ধেকেরও কম। আষাঢ়ে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫০০ মিলিমিটারের বেশি হলেও এবার হয়েছে ২২০ মিলিমিটার।
লঘুচাপের প্রভাবে রাজধানীতে ঝিরঝিরে এই বৃষ্টিও দুই দিনের বেশি থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের কারণে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত রোববার পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন