নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের আলোচিত শিবির ক্যাডার মো. এমদাদ উল্লাহকে (২৩) আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এমদাদ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার ছব্বির আহমদের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজ শাখার শিবির নেতা।
কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে জানিয়েছেন, এমদাদ এ বছরের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে সংঘটিত জামায়াতের তাণ্ডবে সরাসরি অংশ নেন। এছাড়া তার বিরুদ্ধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন