তাহেরা আক্তার মিলি: টেকনাফ ট্রানজিট ঘাটে সাড়ে ২৮ ভর্রি স্বর্ণের ২টি পাতসহ মিয়ানমারের এক রাখাইন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্রে জানায়, গতকাল ৩০ জুলাই মঙ্গলবার দুপুর ২ টার সময় টেকনাফ থেকে মিয়ানমার যাওয়া-আসার গমনের ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমার থেকে চোরাইভাবে স্বর্ন আসার গোপন সংবাদ পায়।
এসময় টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডার জাকারিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা মিয়ানমার থেকে আসা ট্রানজিট যাত্রীদের তল্লাশী চালিয়ে ৩৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের পাতসহ মিয়ানমারের ১১৭৯৪ নং বই ধারী মংডু কয়াটার পোর গ্রামের ও উ-বা-মাউ’র মেয়ে মালামে (৪৩) কে আটক করে। যা প্রায় সাড়ে ২৮ ভরি সমমান এবং যার মূল্য প্রায় ১৩ লক্ষ ১১ হাজার টাকা। উল্লেখ্য যে, এর আগেও টেকনাফ ট্রানজিট যাত্রী মাষ্টারনি নামক এক মিয়ানমারের রাখাইন মহিলা থেকে স্বর্নের চালান আটক করেছিল বিজিবি। বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, আটক রাখাইন নারীর কাছ থেকে ৩৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের পাত পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন