সাইফুল ইসলাম চৌধুরী: টেকনাফ বাসষ্টেশনে ৪টি অবৈধ গাড়ীর ষ্টেশন । ফলে প্রতিনিয়ত যানজট সমাস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারন পথচারী। সরজমিনে পরিদর্শন করে দেখাযায়, টেকনাফ পৌরসভার পুরাতন বাসষ্টেশনে ১টি বাস, ১টি সি এনজি, ১টি নোয়া ও ১টি টমটমের অবৈধ গাড়ীর ষ্টেশনসহ মোট ৪টি গাড়ী ষ্টেশন রয়েছে ।
এসব অবৈধ গাড়ীর ষ্টেশনের কারনে সারাদিন বাসষ্টেশনে যানজট সমাস্যা লেগেই থাকে । সরকার গাড়ী রাখার জন্য কোটি টাকা খরচ করে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় একটি বাস টার্মিনাল নির্মান করে গত কয়েক বছর আগে । অথচ গাড়ীর মালিক ও ড্রাইভাররা সরকারের এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌরসভার চতুর মূখী স্থান টেকনাফ বাসষ্টেশন এলাকা পানির ফোয়ারা মোড়ে সব ধরনের গাড়ীর অবৈধ ষ্টেশন করে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করে যাচ্ছে । দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানায়,অনেক দিন ধরে সে মাত্র একজই দায়িত্ব পালন করে যাচ্ছে,এত সব গাড়ী সামাল দিতে সে নিজেও হিমশিম খাচ্ছে। ২ থেকে ৩ জন ট্রাফিক পুলিশ ওই এলাকায় দায়িত্ব পালন করলে তবে ঝানজট একটুকু কমবে বলে সে জানায় । টেকনাফ উপজেলা রিক্সা ও ভ্যানচালক সমবায় সমিতির সভাপতি মোঃ আইয়ুব জানায়,বাসষ্টেশনে অবৈধ দোকান ও গাড়ী ষ্টেশন গুলো উচ্ছেদ করলেই যানজট অনেকটা কমে যাবে । অপর দিকে অভিযোগ উঠেছে,এসব গাড়ী গুলো থেকে মাসোয়ারা নেয় বলে তাদের উচ্ছেদ করছেনা । এ ব্যাপারে উর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন টেকনাফের সচেতন মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন