ফেসবুকের শেয়ার মূল্য বৃদ্ধি

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের শেয়ার বাজার মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৯২ বিলিয়ন ডলার। শেয়ারবাজারে ফেসবুকের আইপিও মূল্য ৩৬ ডলার থেকে বেড়েছে ৩৮ ডলারে। নিউ ইয়র্কে নাসডাক শেয়ারবাজারে এ মূল্য বাড়ে। অর্থাৎ গত বুধবারের তুলনায় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ার মূল্য বেড়েছে ৪০ ভাগ। ২০ বছরের তরুণ মার্ক জুকার বার্গ এক দশকের কম সময় আগে ফেসবুক চালু করেন আর প্রতিষ্ঠানটির সম্পদের
পরিমাণ এখন ৯২ বিলিয়ন ডলার যা ১৮৮৪ সালে স্থাপিত মার্কস এন্ড স্পেন্সার কোম্পানির সম্পদের ৮ গুণ বেশি। ব্লুমবার্গ বিলিওনারিদের তালিকা দেখা যায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফেসবুকের বাজার মূল্য ৫ বিলিয়ন থেকে ১৭ বিলিওনে বৃদ্ধি পেয়েছে।
মার্ক জুকারবার্গ এত বিপুল ধনসম্পদের মালিক হয়েও খুবই সহজ সরল জীবন যাপন করেন। বিশ্বের ৭৫তম ধনী ব্যক্তির অবস্থান থেকে ইতিমধ্যে তিনি ৪২তম স্থানে পৌঁছেছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন