ক্রীড়া ডেস্ক: কক্সবাজারে বাংলাদেশ-ভারত অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ভারত মধ্য প্রদেশ দল ২০৭ রান সংগ্রহ করেছে। ৯১ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা এ রান সংগ্রহ করে। কক্সবাজারে নব-নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় প্রথম দিনের খেলা শেষ হয়। খেলা পরিচালনাকারী কর্মকর্তা বিসিবির প্রতিনিধি রুবেল জানান, রোববার ভারতের মধ্য প্রদেশ অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের অধিনায়ক সিদ্ধার্থ পাতিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে তারা ২০৭ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৫ রানে অপরাজিত আছেন অশোক শর্মা। বাংলাদেশের বলার সিদ্দিকুর রহমান ৪ ইউকেট পান। খেলায় আম্পায়ার ছিলেন জয়নাল ও আউয়াল বাবু। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার আজাদ মিয়াসহ অন্যান্যরা।
প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে তারা ২০৭ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৫ রানে অপরাজিত আছেন অশোক শর্মা। বাংলাদেশের বলার সিদ্দিকুর রহমান ৪ ইউকেট পান। খেলায় আম্পায়ার ছিলেন জয়নাল ও আউয়াল বাবু। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ জ ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার আজাদ মিয়াসহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন