ডেস্ক রিপোর্ট : রোববার বৃহত্তর চট্টগ্রামে হরতাল করার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতের নেতারা। সীতাকুণ্ডের বাড়বকুণ্ডায় জামায়াতের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের খুনের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। তিনদিন নিখোঁজ পর গত বুধবার আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। গতকাল বাদ জোহর বারবকুণ্ড ঈদগাহ মাঠে আমিনুলের জানাজা শেষে জামায়াতের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের বলেন, “দুই দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হলে রোবাবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের বলেন, “দুই দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হলে রোবাবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন