সিবিএন: কক্সবাজারে বন্ধুদের ছুরিকাঘাতে আবচার (২০) নামের যুবকের মৃত্যু হয়েছে। সোমববার রাতে সদরের খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আব্দুর রহীমের পুত্র বলে জানা গেছে। সুত্র মতে, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে নিহত যুবক আবচার তার বন্ধুদের সাথে বেডমিন্টন খেলছিল। এ সময় তুচ্ছ কারণে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে চলছে বলে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. জসিম উদ্দিন জানান, ঘটনাটি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে চলছে বলে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মু. জসিম উদ্দিন জানান, ঘটনাটি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন