বাংলামেইল২৪ : ঢাকা: নির্বাচনকালীন মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, তোফায়েল আহমেদ শিল্প ও ভূমি মন্ত্রণালয়, আমির হোসেন আমু গণপূর্ত মন্ত্রণালয়, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান মন্ত্রণালয়, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পনিসম্পদ মন্ত্রনালয়, রওশন এরশাদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে সালমা ইসলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক চুন্নু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার বাংলামেইলকে জানান, তিনি বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ব্যারিস্টার আনিসুল ইসলামও বাংলামেইলকে জানান, তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। এ নতুন মন্ত্রীরা গত ১৮ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেন।
এদিকে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ছোট পরিসরে মন্ত্রিসভার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘আজ সংসদ অধিবেশন শেষ হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, দপ্তর বণ্টনও হয়ে গেছে, কাল গেজেট হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রীরা নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। তারা শুধুমাত্র সরকারের রুটিন কাজ করবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন