নিজস্ব প্রতিবেদক: কুতুবদিয়ার অদূরে সাগরে এক সিঙ্গাপুরী জাহাজে পেচিঁয়ে ৬টি ফিশিং জাল ছিন্নভিন্ন হয়ে গেছে। উপায়ান্তর না দেখে গতকাল রবিবার জেলেরা কূলে ফিরে আসে। ফলে দু’ফিশিং বোট মালিক জাল হারিয়ে এখন নি:স্ব। গত বৃহ¯পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত জেলেরা কূলে এসে জানিয়েছে। জানা যায়,উপজেলার আলী ফকির ডেইল গ্রামের ওছমান ফারুক ও নুরার পাড়ার সাইফুল আলম সিকদারের মালিকানাধীন দু’টি ফিশিংবোট ১৪ জন মাঝিমাল্লা সহ সাগরে মুইচখাড়ি নামক স্থানে মাছ শিকারের জন্য ৬টি জাল বসা ছিল।
গত বৃহ¯পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে সিঙ্গাপুরী পজিতানো (চঙঝওঞওঙঘ ঘঙ-ওগঙ৯১২৩০৩৭) নামের একটি জাহাজ জেলেদের পাতা জালের উপর নোঙর করে। এ সময় জোয়ারভাটায় জাহাজের সাথে ৬টি বিহিন্দি জাল পেঁচিয়ে গিয়ে ছিন্ন-ভিন্ন হয়ে যায়।শত চেষ্টা করেও জেলেরা জাল উদ্ধার করতে পারেনি।
ফিশিংবোটের জেলে বাদল দাশ,সুমন জল দাশ,শাহজাহান,মাঝি কামাল জানান,জাহাজের নাবিকরা জাল ছিঁড়ে যাওয়া দেখেও তাদের সাথে উল্টো ব্যবহার করেন। ৬টি জালের দাম সাড়ে ৬ লক্ষ টাকা বলে তারা জানান। বিদেশি জাহাজে খন্ড-বিখন্ড জালের ক্ষতিপুরণ দাবির লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরে লিখিত ভাবে আবেদনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে একটি ফিশিংবোট মালিক সাইফুল আলম সিকদার জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন