বিনোদন ডেস্ক: বেশ দীর্ঘ সময় ধরে হলিউডের নতুন কোন ছবিতে অভিনয় করছেন না হট অভিনেত্রী সালমা হায়েক। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী এরই মধ্যে মিডিয়া উপস্থিতিও কমিয়ে দিয়েছেন। তবে মাঝে মধ্যেই বিভিন্ন চ্যানেলের শোতে চিরায়ত খোলামেলারূপেই হাজির হয়ে থাকেন তিনি। সালমা হায়েক সর্বশেষ জনসম্মুখে অন্তর্বাসবিহীন একটি পোশাক পরে হাজির হয়ে সমালোচিত হয়েছিলেন। সে সময় তার সেই নগ্ন ছবি ক্যামেরাবন্দিও করেন পাপারাজ্জিরা। তবে গত এক বছরে অনেকটাই নীরব ভূমিকায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি একটি টকশোতে এসে আবারও বোমা ফাটালেন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে। কিশোর বয়সে নাকি পর্নো তারকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেভাবেই তাই নিজেকে তৈরিও করেছিলেন সালমা। সে সময় থেকেই নিজের শারীরিক সৌন্দর্যের প্রতি মনোযোগী হন তিনি। সেই সময়ে শীর্ষ পর্নো তারকাদের ভক্তও নাকি ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে পরিবার ও বন্ধুদের উৎসাহে অভিনয়ে মনোযোগী হন সালমা। এরপর অভিনয়ে সাফল্যও পান। সম্প্রতি একটি চ্যানেলে অতিথি হয়ে এসে এরকম বক্তব্যর মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন সালমা। তার এই বক্তব্যের বিষয়টি ফলাও করে প্রচার করছে চ্যানেল ও পত্রিকাগুলো। এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে সালমা নিজের শৈশব, কৈশোর, যৌবন, অভিনয় প্রসঙ্গে কথা বলেন। কৈশোরের স্বপ্নের কথা বলতে গিয়েই পর্নো তারকা হওয়ার অতীত ইচ্ছার কথা জানান তিনি। এ বিষয়ে সালমা হায়েক আরও বলেন, কৈশোর বয়সটা আসলে সবচেয়ে সুন্দর ও ঝলমলে ছিল। অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন ছিল আমার। তবে সবচেয়ে বেশি টানতো পর্নো জগত। সেই সময়ে নিয়মিত পর্নো ছবি দেখতাম। খবর রাখতাম পর্নো তারকা ও তাদের লাইফস্টাইল সম্পর্কে। পর্নো তারকা হওয়ার আগ্রহ ও স্বপ্ন ছিল আমার। কিন্তু অবশেষে সেটা হয়নি পরিবার ও বন্ধুদের কারণে। পরবর্তীতে অভিনয়ে প্রতি টান ও ভালবাসা তৈরি হয়। সে কারণে ওদিকেই মনোযোগী হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন