নতুন সরকার পাঁচ বছর থাকবে না: অর্থমন্ত্রী

নতুন বার্তা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “নতুন সরকার পাঁচ বছর থাকবে বলে মনে করি না। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যেকোনো সময় নতুনভাবে নির্বাচন আয়োজন করা যেতে পারে।” শুক্রবার সিলেটে গণমাধ্যমের কর্মীদের এ কথা বলেন। সকালে নগরীর কাজিরবাজারে সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ পরিদর্শনের সময় সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “সরকার এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে। বিরোধী দলের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।”

অর্থমন্ত্রী আরো বলেন, “নির্বাচন বানচালে বিরোধী দল যা করছে, তাকে কোনো অবস্থাতেই আন্দোলন বলা যায় না।”

দশম জাতীয় সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হচ্ছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “নতুন সরকার পাঁচ বছর থাকবে বলে মনে করি না। নতুন সরকার গঠনের পর বিরোধী দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হলে যেকোনো সময় নতুনভাবে নির্বাচন করা যেতে যারে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন