চকরিয়ার কোনাখালীতে মৎসঘেরের মাছ লুট ও গাছ কেটে নেয়ার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি
চকরিয়া কোনাখালী এলাকায় প্রতিপক্ষ কর্তৃক মৎসঘেরের মাছ লুট ও গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের দক্ষিন কোনাখালী এলাকার মৃত বজল আহমদের পুত্র মোহাম্মদ আরিফ গং এর খতিয়ান ভুক্ত বৈধ দখলীয় জমিতে মৎসঘের তৈরি করে। ওই মৎসঘেরে রুই, কাতাল, পাঙ্কাশ, তেলেপিয়া ও গালদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করিয়াছে।
ঘেরের পাড়ের চর্তুপাশে মেহগুনী, অষ্ট্রেলিয়া, করাই, আম-কাঁঠাল ও পেয়ারা গাছ রুপন করিয়াছে। রুপিত গাছগুলি বর্তমানে বড় আকার ধারন করেছে। দুর্লোভের বশবতি হয়ে একই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র মাহামুদুল করিম, আব্দু শক্কুরের পুত্র জমির হোছেন, মৌ: ছৈয়দ আলমের পুত্র নুরুল আলম ও বেলাল উদ্দিন, মাহমুদুল করিম, নুরুন্নবী গং গত ৩জুন গভীর রাতে মৎসখামারে হানাদেয়। এ সময় তারা লাথিমেরে খামারের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মো: আরিফকে দা, কিরিচ ও বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মীকরে রেখে ঘেরের ১০/১৫ মন মাছ ও পারের উপরে রুপিত বড় আকারের গাছ গুলি কেটে নিয়ে যায়। ওই জমির বিরোধ নিয়ে দুপক্ষের দায়েরকৃত স্থানীয় পরিষদসহ একাধিক অভিযোগের রায় মো: আরিফ গং এর পক্ষে রয়েছে বলে সূত্রে প্রকাশ। ঘটনাকারীরা ঘেরমালিক পক্ষকে এখনও হুমকি-ধমকি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থরা জানান এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ৪জুন মো: আরিফ বাদীহয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন