ঈদগড়ে হিন্দু হোটেলের নামে মদ্যপয়ী ও চিহ্নিত অপরাধী চক্রের হাট বসানোর অভিযোগ

ইব্রাহিম খলিল: কক্সবাজার রামুর ঈদগড়ে চলতি রমজান মাসকে পুঁজি করে ঈদগড়ের সনাতনী ধর্মালম্বী ব্যবসায়ী সুনীল হিন্দু হোটেলের নামে দোকানের ভিতরে সারাদিন মদ্যপয়ী ও চিহ্নিত অপরাধী চক্রের হাট বসানোর অভিযোগ উঠেছে। এখনই এ সবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা না হলে
ঈদকে টার্গেট করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে শংকা প্রকাশ করেছে সাধারণ লোকজন। সরেজমিনে দেখা যায়, রমজান উপলক্ষে ঈদগড়ের অন্যান্য হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ থাকার কারণে উক্ত সুনীল রমজানকে পুঁজি করে দিনের বেলায় তার হোটেল চালু করেছে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, বর্তমানে ভিন্ন ধর্মালম্বীদের অসুবিধার দিক বিবেচনা করে চালু করা এই হোটেলে অসংখ্য চিহ্নিত জুয়াড়ীচক্র, মাদক সেবি, মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের মিলনস্থল হলেও প্রশাসন এর বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেনা। আর মুসলমান নামধারী লোকজন সারাদিন ঐ হোটেলে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যা বেলায় ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই পবিত্র রমজানের পবিত্রতা এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উক্ত হিন্দু হোটেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।