কক্সবাজারের বিভিন্ন হোটেলে যৌন বানিজ্যে রোহিঙ্গারা

ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের হোটেল,মোটেল গুলোতে বর্তমানে রোহিঙ্গা যুবতীদের যৌন বানিজ্য অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোন না কোন হোটেলে রোহিঙ্গাদের দিয়ে করানো হচ্ছে অবাধ যৌনচার। রাজনৈতিক অস্থিরতা ও প্রতিকুল আবহাওয়ার কারনে কক্সবাজারে পর্যটক কমে যাওয়ায় হোটেলগুলোকে টিকিয়ে রাখতে প্রায় হোটেল মালিক এক প্রকার বাধ্য হয়েই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।খদ্দের মনোরঞ্জনের জন্য কম দামে তাই তারা মিয়ানমার থেকে এসে কুতুপালং অবস্থান করা রোহিঙ্গা যুবতীদের বেচে নিয়েছেন।
অনেক ক্ষেত্রে রোহিঙ্গা শিবিরের এসব উঠতি বয়সের কিশোরীদের দিয়ে জোর করে যৌন কাজ করানোর ও অভিযোগ উঠেছে। রোহিঙ্গা শিবিরের এসব কিশোরীদের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার জেলা শহর ও দেশের বিভিন্ন স্থানের নামী-দামী হোটেলে দেহ ব্যবসা করা হচ্ছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে। এ পর্যন্ত ঢাকা সহ সারাদেশের বিভিন্ন জেলা পুলিশের হাতে শতাধিক রোহিঙ্গা যুবতীকে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এদের সাথে গ্রেফতার করা হয় অনেক পাচারকারী চক্রের সদস্যদের ।তাদের মধ্যে অনেকই কিশোরী ও অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও রোহিঙ্গা শরণার্থী শিবির ভিত্তিক একটি শক্তিশালী পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। পাচারকারী চক্র গার্মেন্টসে চাকুরীর প্রলোভন দেখিয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরের কিশোরীদেরকে নিয়ে দেশের বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের অবাধ বিচরনের ফলে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে। কুতুপালং রোহিঙ্গা শিবিরের কিশোরীদেরকে উক্ত পাচারকারী চক্র বিক্রি করার সময় ২০ হাজার, ৪০ হাজার বা কোন কোন ক্ষেত্রে লাখ টাকায় দরদাম করে অপর সিন্ডিকেটের হাতে তুলে দেয়। এতে দরদাম নির্ধারিত হয় গায়ের রঙ, চেহারা ও বয়সের উপর ভিত্তি করে। শুধু তাই নয়, পাচারকারী চত্রু ও স্থানীয় একটি প্রভাবশালী মহল কুতুপালং রোহিঙ্গা শিবির ও তার আশেপাশের এলাকায় শুধুমাত্র মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের একটি যৌন পল্লী বাঁনানোর চক্রান্ত চালাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তাছাড়া সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন হোটেল,মোটেল ও গেষ্টহাউস গুলোতে পর্যটক কমে যাওযায় সন্তায় পাচারকারী চক্র রোহিঙ্গা শিবিরের কিশোরী ও যুবতী সরবরাহ করতে ব্যাস্ত রয়েছে । রোহিঙ্গা ক্যাম্প ও বহিরাগত রোহিঙ্গা টাল বস্তি থেকে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজন যুবতী, কিশোরী পাচারকারী দালালের সহযোগিতা ছাড়াও ক্যাম্প পুলিশকে ম্যানেজ করে কক্সবাজারের হোটেল,মোটেল ও গেষ্ট হাউস গুলোতে খদ্দরের মনোরজ্ঞন করে যাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার বখতেয়ার আহমদ জানান, ক্যাম্প ভিত্তিক একটি কিশোরী পাচারকারী চক্র সক্রিয় থাকলেও সংশিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা রহস্যজনক বলে মনে হয়। কক্সবাজার জেলার রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, রোহিঙ্গারা কক্সবাজারের মানুষদের কাছে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। তাদের অবাধ বিচরণ বন্ধ করা না গেলে এবং প্রত্যাবাসন করা না হলে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।কুতুপালং শিবির ইনচাজ জালাল উদ্দিনেরর্ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরের কোন যুবতী অবৈধ বানিজ্যের সাথে জড়িত আছে বলে আমার জানা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন