এম. রায়হান চৌধুরী
চকরিয়া বদরখালীতে দুস্কৃতিকারীরা কেটে ফেলেছে ব্যক্তি মালিনাকানাধীন বসতভিটার শতাধিক গাছ। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক মগনামা পাড়া এলাকার মৃত হাজী লাল মিয়ার পুত্র দুবাই প্রবাসী নুরুল কবিরের পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং অপরাপর ওয়ারিশ বোন দিলদার বেগম, ভাই মোজাফফর আহমদ ও আলী আকবর হতে সর্বোপরী ৩জন থেকে ৯০ কড়া জমি ক্রয় করে। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ ও ভিটার আঙ্গিনায় ফলদ-বনজ গাছ রোপন করে দীর্ঘ ২০বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এদিকে নুরুল কবির প্রবাসে থাকার সুবাদে তার পরিবার পরিজনকে ওই বসতভিটা জবর দখলে নেয়ার কু-মানসে একই এলাকা জনৈক প্রকাশ রাইফেল নুরুল আলম বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। সর্বশেষ গতকাল শনিবার ভোর রাতে প্রবাসী নুরুল কবির প্রবাসে থাকার সুযোগ নিয়ে একই এলাকার জনৈক নুরুল আলম ও তার পুত্র মিনহাজ উদ্দিন (২৭), জুলহাস উদ্দিন (২৮), মানিক (২৫)সহ ভাড়াটিয়া ১০/১৫জনের সংঘবদ্ধ দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নুরুল কবিরের পুত্র সেলিমের রোপনকৃত শতাধিক গাছ কেটে বিলীন করে ফেলে। তাৎক্ষণিক বিষয়টি থানার ওসিকে অবহিত করেন। অন্যদিকে বসতভিটার মালিক নুরুল কবিরের পরিবারের লোকজন জানান, দুস্কৃতিকারী কর্তৃক কেটে ফেলা গাছের মূল্য অন্তত ৫লক্ষাধিক টাকা। এব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন