রোববার সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা

ডেস্ক রিপোর্ট: 
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। 


রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। চেয়ারপারসনের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। জানা গেছে, খালেদা জিয়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারিরীক বিভিন্ন পরীক্ষা করাবেন। চিকিৎসা শেষে আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত ১৯ ফেব্র“য়ারি হাঁটুর পরীক্ষা ও দাঁতের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
 এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক কিডনির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
 এদিকে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নয় দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন