টেকনাফ প্রতিনিধি
হ্নীলা কাজী অফিসের সামনে প্রধান সড়কের উপরে এক যুবকের লাশ পাওয়া গেছে। ৯জুন রবিবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পরিবারিক সূত্রে জানা যায়- উদ্ধারকৃত লাশ মৃগরোগী হওয়ায় মাঝে মধ্যে তাকে এ রোগে আক্রান্ত করে। অভাবের তাড়নায় সে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন সুদুর লেদা থেকে হেটে কর্মস্থল হ্নীলায় যাওয়া আসা করত। পরিবারের সদস্যদের ধারণা, ভোরে প্রবল বৃষ্টিপাত হওয়ায় পিচঢালা রাস্তায় পড়ে মারা গিয়েছে। নিহতের নাম জসিম উদ্দিন বলে পুলিশ জানিয়েছেন। খোজ নিয়ে জানা যায়- জসীম উদ্দীনের পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি। সে ইসলাম ধর্ম গ্রহণ করে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ছেনোয়ারাকে বিয়ে করে। জসিম উদ্দিন হ্নীলা স্টেশনের চৌরঙ্গি বেকারীতে কাজ করত বলে জানায় স্থানীয়রা। টেকনাফ থানার এস আই থোয়াইন চাকমা লাশ পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন