এবার বরফেও ফরমালিন!

ডেস্ক নিউজ: মাছ, ফলমূল, সব্জিতে ফরমালিন এখন আর নতুন কিছুনা। বরং ফরমালিন মুক্ত খাবার খঁজে পাওয়াটাই এখন কঠিন। তবে এবার ফরমালিনের নতুন ব্যবহার শুরু হয়েছে টাঙ্গাইলে।
পচনের হাত থেকে মাছকে রক্ষার জন্য যে বরফ ব্যবহার করা হয় এখন তাতেও দেওয়া হচ্ছে ফরমালিন। জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বরফে ফরমালিনের উপস্থিতি পেয়েছেন।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, কিছুদিন আগে মাছে ফরমালিনবিরোধী অভিযান চালানো হয় টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে। পার্ক বাজারে মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি। তবে দুই বাজারেই একাধিক ব্যক্তির মাছে ব্যবহারের জন্য আনা বরফে ফরমালিন পাওয়া যায়।

তারা আরো জানান ফরমালিন মেশানো ঐ বরফ তৎক্ষণাৎ ধ্বংস করা হলেও সঙ্গে ম্যাজিস্ট্রেট ও পুলিশ না থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।