ডেস্ক রিপোর্ট: নাম, লোগো ও কর্মসূচি নকল করে আরেকটি নতুন দল গঠন করায় নির্বাচন কমিশন (ইসি) বরাবর অভিযোগ করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। নিবন্ধনের অপেক্ষায় থাকা
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে এ রাজনৈতিক দলের নিবন্ধন না দিতে ইসিকে অনুরোধও করেছেন প্রধান বিরোধী দল।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে এ রাজনৈতিক দলের নিবন্ধন না দিতে ইসিকে অনুরোধও করেছেন প্রধান বিরোধী দল।
বেলা পৌনে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ অভিযোগ দায়ের করেন।
দুপুর সোয়া ২টার দিকে বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়াম নির্বাচন কমিশনে যান।
অভিযোগে বলা হয়, লোগো ও কর্মসূচি নকল করে বিএনএফ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) নামে নতুন দল গঠন করা হয়েছে, যা ঠিক নয়।
এ্যানী এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের লোগো বিএনপির লগোর সঙ্গে মিল রয়েছে। আমরা ইসি বরাবর এ বিষয়ে অভিযোগ দিয়েছি।’
এদিকে ইসি অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের একটি পোস্টার দেখিয়ে এমকে আনোয়ার বলেন, ‘এ পোস্টারটি নতুন একটি রাজনৈতিক দলের। পোস্টারে দেখা যায় দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট, তাদের লোগো লাল সবুজের পতাকায় ধানের শীষের অনুরূপ গমের ছড়া।’ এছাড়া তারা তাদের গঠনতন্ত্রে জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচি উল্লেখ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের কাজ করে জনগণকে বিভ্রান্ত করার পেছনে কোনো সংস্থা বা দলের উৎসাহ থাকতে পারে বলে তিনি মনে করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘ওয়ান ইলেভেনের অবৈধ সরকারের সময় বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক এক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানার বেগম বিভিন্ন সময় বিভিন্ন দলে ও সংগঠনে গিয়ে বিভ্রান্তি ছড়ান। এখন তিনি এই বিএনএফ নামক রাজনৈতিক দলের প্রস্তাব করেছেন। এতে আমাদের আপত্তি নেই তবে আমাদের অভিযোগ আমাদের দলের নাম ও লগো ব্যবহার নিয়ে।’
তিনি বলেন, ‘আমরা এই পোস্টার সিইসিকে দেখালে তিনি বলেন এটাতো আপনাদের (বিএনপি) পোস্টার। আমরা জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে ইসিতে অভিযোগ করেছি। সিইসি আমাদের অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন নতুন যে দু’টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট একটি।
দলটির চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপিকা জাহানারা বেগম। তিনি বিএনপি ক্ষমাতায় থাকাকালীন সময়ে প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।