হোয়াইক্যংয়ে জমি নিয়ে দু'পক্ষের বিরোধ

জাহাঙ্গীর আলম: টেকনাফের  হোয়াইক্যং য়ে জমি সক্রান্ত ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ ও পরস্পর বিরুধী বক্তব্য। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যস্থতায় বিরোধটি সমাধান হয়। গত ১৮ জুলাই বৃহস্পতি বারে হোয়াইক্যং খারাইংগ্যা ঘোনার মৃত এজহারের দুই পুত্রের মাঝে জমি সংক্রান্ত
বিষয় নিয়ে বিরুধ সৃষ্টি হয়। এক ভাই আলী আহমদ অপর ভাই  সৌদি প্রবাসী হাফেজ বশির আহমদ, তবে বশির আহমদের অনুপস্থিতে আজিজা বেগমের সাথে আলী আহমদের জমি বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এতে একপর্যায়ে আজিজার চোট  ছেলে শাহেদ বিরোধের মধ্যে হস্তক্ষেপ করে চাচা আলী আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভাইপোকে বেয়াদবি না করার জন্য বললেও তা কাজের কাজ কিছুই হয়নি। ঘটনাটি তাৎক্ষনিক ভাবে মীমাংসা করে দেয় গন্যমান্য ব্যক্তিরা। কথিত আজিজা  বেগম ঘটনাটিকে  গোলাটে করার জন্য আলী আহমদের বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রকাশিত হলে আলী আহমদ এর বিরুদ্ধে প্রত্রিকায় প্রতিবাদ দেয়। গত ২১ জুলাই স্থানীয় সাবেক মেম্বার  গোলাম আকবর, আ;লীগ নেতা মোঃ আলমসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যস্থতায় জমি সক্রান্ত বিরোধটি পুনরায় নিষ্পত্তি করে। শালিসে প্রতিয়মান হয় যে, ওই জমির মালিক মৃত এজাহার পুত্র আলী আহমদ। এ ব্যাপারে বিপক্ষের আজিজা  বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শালিসের মাধ্যমে সুষ্ঠু ভাবে নিষপত্তি হওয়া ভাল হয়েছে। আলী আহমদ ও মধ্যস্থতায় সন্তুষ্টি হয়ে বলেন, ভবিষ্যতে আমার বিরোধ্যে  কোন অপপ্রচার না করার জন্য বিপক্ষদ্বয়কে অনুরোধ  করেন।